কামাল শিশির, রামু :

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ২৭ টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির একটি টহল দল।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মক্কর টিলা নামক স্থান হতে মালিক বিহীন ২৭টি অবৈধ ভাবে আনা মায়ানমারের মহিষ উদ্ধার পূর্বক জব্ধ করেছে বিজিবি। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে বিজিবি।

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকার বাহিনীর সাথে বিচ্ছিন্নবাদী গ্রুপের সংঘর্ষের মাঝেও বাংলাদেশে অবাধে ডুকছে বিদেশি সিগারেট, মদ, বিয়ার, ইয়াবা, গরু, মহিষ সহ বিভিন্ন অবৈধ পণ্য। সরকার হারাচ্ছে রাজস্ব।

সীমান্তে নিয়োজিত বিজিবি,আনসার,পুলিশ প্রতিদিন বিপুল পরিমাণ মাদক,অবৈধ পণ্য সহ পাচারকারীদের আটক করলেও রাঘববোয়ালরা থেকেই যাচ্ছে ধরাচোয়ার বাইরে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন মাদককারবারী, চোরাচালানীরা যতই ক্ষমতাধর হউক তাদের প্রমাণ সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করুন। অবৈধ ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী,গ্রাম পুলিশ ও চৌকিদারদের নির্দেশ দেওয়া হয়েছে।