আবুল বশর পারভেজ:
মহেশখালী উপজেলার শাপলাপুর সাতঘরপাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নুর আহমদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে,

সোমবার ০৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শাপলাপুর ইউনিয়নের সাতঘর পাড়া এলাকায় মনির আহমদের পুত্র নুর আহমদ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এ দুর্ঘটনায় নুর আহমদ অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানাল চেয়ারম্যান এম জসিম উদ্দিন।

তিনি বলেন, ১২টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে নুর আহমদ ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা এতে পরিবারটির অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মহেশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা হিরু বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ প্যানাল চেয়ারম্যান এম জসিম উদ্দিন চৌধুরী ব্যক্তিগত নগত অর্থ ও কাপড় চোপড় সহায়তা প্রদান করেন।