বার্তা পরিবেশক:

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমানের পিতা ডা:
ছুরত আলমকে ১টি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় তাদেরকে গজর্নিয়া ইউনিয়নের বোমাংখীল গ্রামের তার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পুলিশ।
পুলিশ জানান,তাদেরকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে তারা। যেটি ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নিবার্চনে মন্জুর আলম হত্যা মামলা ঘটনার প্রেক্ষিতে করা হয়েছিলো।
নিহত মন্জুরের শশুর আবুল শামা জানান, তার জামাতাকে সে দিন (২০১৬ সালে নিবার্চনী সহিংসতায়) নির্মম হত্যা করেছিলো কতিপয় দূর্বৃত্ত্ব। যেটির আসামী ছিলো গজর্নিয়ার চেয়ারম্যান নজরুল ইসলামও। বর্তমানে তিনি জামিনে আছেন। তবে গ্রেপ্তার হওয়া আসামীদের বিরুদ্ধে পরোয়ানা ছিলো।
সে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রামু থানার ওসি তদন্ত অরূপ চৌধুরী জানান,আসামীরা হত্যা মামলার নিয়মিত আসামী। তাদের ২ জনকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে শুক্রবার সকালে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।