আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ মহেশখালীর দুই সহোদরকে আটক করা হয়েছে। এসময় মাদক বহণের দায়ে একটি অটোরিক্সা (সিএনজি) জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ফিনিস ভাঙ্গা এলাকার জনৈক ফেরদৌসের চা দোকানের সামনে রাস্তায় একটি যাত্রীবাহী অটোরিক্সা (সিএনজি) তল্লাশী চালিয়ে ১২হাজার পিস ইয়াবাসহ মহেশখালী উপজেলার ৫নং ওয়ার্ড শাপলাপুর পশ্চিম পাড়ার মৃত আব্দু শুক্কুরের ছেলে মঞ্জুর আলম (৩০) এবং সহোদরভাই শামসুল আলম (৩৪) কে আটক পূর্বক সিএনজিটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।