কামাল শিশির, রামু:

কক্সবাজার রামুর ঈদগড়ে ১১অক্টোবর থেকে ৫ দিন ব্যাপি শারদীয় দূর্গা উৎসব শুরু হয়েছে শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গনে।
১২অক্টোবর এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।
হিন্দু সমাজের সভাপতি অধীর দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রামু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বদিপ শর্মা,রামু উপজেলা মহাজোট সভাপতি সুজন চক্রবতি,সাধারণ সম্পাদক বিকানান্দ শর্মা, মাষ্টার রনজিত দে, রামু উপজেলা যুব মহাজোট সভাপতি লিটন শর্মা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক কামাল শিশির।
সাংবাদিক ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় শুরু হওয়া সভায় গিতা পাঠ করেন বিদ্যাশ্রী দে, গান পরিবেশন করেন শিল্পী রুমি দে।
বক্তব্য রাখেন, দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন দে, সাধারণ সম্পাদক ডাক্তার সজল শর্মা, রাজিব শর্মা।
এ সময় ধর্মীয় আলোচনা করেন আগত আলোচকরা। এসময় সনাতনী ধর্মের শত শত নারী পুরুষ পূজা উদযাপন করেন।