নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইউনাইটেড কারাতে ক্লাবের উদ্যোগে বেল্ট পরীক্ষা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ইউনাইটেড কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, কারাতে মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কারাতে শেখার মাধ্যমে আত্মরক্ষার কৌশল পুরোপুরি রপ্ত করা যায়। আর এর মাধ্যমে অনেক অপ্রতিকর ঘটনা এড়ানো যায়। তবে কারাতে শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও চর্চা করা ভালো। সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল হাসান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা ও ইঞ্জিনিয়ার মানস দাশগুপ্ত। পরীক্ষকের দায়িত্ব পালন করেন রাসেল আহমেদ সোহাগ।