চকরিয়া প্রতিনিধি:
সরকারি এমপিও নীতিমালায় প্রভাষক হতে জৈষ্ঠ্য প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বিষয়ে সুপারিশ প্রদানের জন্য কমিটি গঠন করেছে শিক্ষা অধিদপ্তর। এমপিওভুক্ত বেসরকারি কলেজের প্রভাষকদের অধ্যাপক পদে পদোন্নতিতে কক্সবাজার জেলায় দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কলেজ সমুহে জৈষ্ঠ্য প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতিতে সুপারিশের জন্য সরকারী কোটায় কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ও বেসরকারী কোটায় চকরিয়া উপজেলার ডুলহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের দাপ্তরিক ওয়েবসাইটে প্রভাষকদের পদোন্নতি সুপারিশের কমিটি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর থেকে জারি করা স্মারক নং-মাউশি/আ/পবি/কাঃ/চট্ট/২০২২/৩৮৭(৮) মুলে অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীকে এ পদে মনোনয়ন দেয়া হয়।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী গেল ২৬ বছর ধরে কক্সবাজারের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দুনীতি বিরোধী সংগঠন টিআইবির সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া উপজেলা অঞ্চলের দুইবার সভাপতি নির্বাচিত হয়ে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি এখনও সনাক চকরিয়া উপজেলা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর আমাকে উল্লেখিত পদে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি মনে করি কর্মময় জীবনের সফলতার একটি উপহার। স্বচ্ছতা নীতিনৈতিকতা নিয়ে আমি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা চাই। ##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।