আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় ডাকাতের গুলিতে একজন কৃষক গুলিবিদ্ধ অপরজনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টা টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া ৮নং ওয়ার্ড বড় ডেইল এলাকায় এঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কৃষক,বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় ডেইলপাড়ার মৃত মো. সোনালীর ছেলে মো. শরীফ (৪৫)ও অপহৃত যুবক মোহাম্মদ উল্লাহ এর ছেলে আব্দুর রহমান(২০)।

গুলিবিদ্ধ কৃষক মো. শরীফের বড় ভাই মো. ফরিদ জানান,আমার ভাইসহ আব্দুর রহমান সকালে বড় ডেইল পাহাড় সংলগ্ন এলাকায় পানের বরফে কাজ করতে যায়।অস্ত্রধারী একদল ডাকাত পাহাড় থেকে নেমে এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যেতে চাইলে,আমার ভাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার ভাইকে পিছন থেকে গুলি করে।পরবর্তীতে আমার ভাইয়ের সাথে থাকা আব্দুর রহমানকে অপহরণ নিয়ে যায়।

আমার ভাইয়ের বতর্মান অবস্থা খুব খারাপ আমরা তাকে চিকিৎসা জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে যাচ্ছি।

বাজারছড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম জানান,মো. শরীফ ও আব্দুর রহমানকে ডাকাতদল অপহরণ করতে চাইছিল।তার মধ্যেই আব্দুর রহমানকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। কিন্তু মো. শরীফকে গুলি করে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া সিদ্দিক জানান, মো. শরীফ(৪৫) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।