নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা।
শুক্রবার (৭ অক্টোবার) বিকাল সাড়ে টার দিকে দৌছড়ি ইউনিয়নের গুরুন্ন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,এক অসহায় পরিবারকে বসতভিটা থেকে কিছু সন্ত্রাসীরা জোরপূর্বক উচ্ছেদ করতে গিয়ে অসহায় পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে গুরুতর আঘাত করে। সেই হামলার খবর পেয়ে সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুসহ কয়েকজন সংবাদ কভার দিতে ঘটনা স্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পরবর্তীতে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালালে সাংবাদিকরা পালিয়ে যায়। সে সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর হামলা চালিয়ে গুরুতর আঘাত করে।
এ সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিক টুক্কুর উপর নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ,প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম (আমিন)।নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী,প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ। প্রেসক্লাবের সদস্য মো: শাহীন, প্রেসক্লাবের সদস্য মো: ইউনুছ,প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ প্রমূখ।
প্রেসক্লাবের নেতৃবৃন্দরা জানান, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর হামলার ঘটনা তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা জনান,সাংবাদিক জয়নাল আবেদীন টক্কুর উপর হামলার ঘটনার বিষয় শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।