তাওহীদুল ইসলাম নূরী:

আগামী ২৮ নভেম্বর চকরিয়ার ১০ টি এবং পেকুয়ার ৬ টি ইউনিয়ন পরিষদসহ দেশের ১০০৮ ইউনিয়ন পরিষদের
নির্বাচন অনুষ্ঠিত হবে।

চকরিয়ার যেসব ইউনিয়নঃ
১. শাহারবিল
২. বদরখালী
৩. ভেওলা-মানিকচর
৪. পূর্ব বড় ভেওলা
৫. পশ্চিম বড় ভেওলা
৬. কোনাখালী
৭. ঢেমুশিয়া
৮. কাকারা
৯. কৈয়ারবিল
১০. লক্ষ্যাচর
চকরিয়া উপজেলায় মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ১৮টি। বাকী ৮ টিতে চতুর্থ ও পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। মূলত, তৃতীয় ধাপের নির্বাচনে মাতামুহুরি সাংগঠনিক উপজেলার ৭ ইউনিয়নের ৭ টিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পেকুয়ার যেসব ইউনিয়নঃ
১. পেকুয়া সদর
২. শিলখালী
৩. বারবাকিয়া
৪. মগনামা
৫. রাজাখালী
৬. উজানটিয়া
পেকুয়া উপজেলায় মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৭টি। অন্য একটিতে (টৈটং) প্রথম ধাপের ইউপি নির্বাচনে ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।