মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ৯ অক্টোবর রবিবার সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) এ প্রশিক্ষণ শেষ হবে। এতে লামা ও আলীকদম উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। লামা পৌরসভার মরহুম মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, একুশে টেলিভিশনের উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাংবাদিক জাতির দর্পণ। সমাজে একজন শিক্ষক থেকেও সাংবাদিকের দাম অনেক বেশি৷ তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বাঞ্ছনীয়। একজন সাংবাদিক সমাজ বিনির্মাণে অনেক অবদান রাখেন৷ শুধু ভুল ধরে নয়, দিক নির্দেশনা দিয়েও সাংবাদিকদের সমাজকে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, পিআইবি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রশিক্ষণ সাংবাদিকদের আরও শানিত করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।