মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
মানুষ এ পৃথিবীতে জন্মগ্রহণ করে খাদ্যের অধিকার নিয়ে। আর এ অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার নির্দিষ্ট কর্মপরিকল্পনা সামনে রেখে তা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলাতেও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ^ খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজীর সঞ্চালনায় এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা কালি শংকর পাল ও কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বিশেষ অতিথি ছিলেন। এতে সহযোগিতা করে জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন প্রাকটিসেস ইন দ্যা সিএইচটি প্রকল্প। শেষে কারিতাস বাংলাদেশ এর এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে ও অর্থায়নে ক্ষতিকর তামাকের বিকল্প চাষ সহ খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে ৯৩জন উপকারভোগী কৃষকের হাতে বিনামূল্যে ২ হাজার ৬০০ কেজি আলু বীজ তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল সহ অতিথিবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে কৃষি ও পরিবেশের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক গৃহীত কৃষি ও পরিবেশ উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব ও বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সকলের অংশগ্রহণে নিরাপদ খাদ্যের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে ২০৪১ সালের মধ্যে আমরা জাতির পিতার স্বপ্নের সুখী,সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।