কামাল শিশির, রামু :
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র নায়েব সুবেদার আবদুল মান্নান (৪৫) বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন । তিনি নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র আওতাধীন ভাল্লুকখাইয়া ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৭-৪৮ পিলার এলাকা দিয়ে মিয়ানমারের চোরাই গরু প্রবেশ ঠেকাতে গিয়ে বন্য হাতির আক্রমনের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন বিজিবির সকল সদস্য ও কর্মকর্তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।