লামা প্রতিনিধি:
অবশেষে ঘটনার তিন পর বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দার নাশী গ্রামের এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণ মামলার আসামী মো. হাদিসকে (২১) গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হাদিস উপজেলার ফাাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৩১ জুলাই সকাল ১১টার দিকে মো. হাদিস ঘরে ঢুকে ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নির্যাতীতা স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মো. হাদিসের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (মামলা নং ০২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত শুক্রবার দিনগত রাতে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মো. হাদিসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সাজ্জাদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।