সংবাদ বিজ্ঞপ্তি
মানবতার মুক্তির মহান দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর মহান জীবনী ঘরে ঘরে যাতে সকলে অধ্যয়ন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা সৃষ্টি হয় সেই উপলক্ষে আট মহল্লা সমাজ কমিটির উদ্যোগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর
সীরাত পাঠ প্রতিযোগিতা-২২’ আয়োজন করা হয় ।

এ উপলক্ষে ২৮ অক্টোবর বিকেল তিনটায় কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার হাসেমিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রহমত সালাম।

আট মহল্লা সমাজ কমিটির নির্বাহী সদস্য এবং সীরাত পাঠ প্রতিযোগিতা-২২’ এর আহ্বায়ক একেএম মাহ্ফুজ উল হক এর সভাপতিত্বে, আমিনুল ইসলাম হাসানে সঞ্চালনায় প্রধান আলোচকের আলোচনা রাখেন শফিউল হক জিহাদি।

উদ্বোধনী বক্তব্য রাখেন আট মহল্লা সমাজ কমিটির সাধারণত সম্পাদক আলী হোসাইন বাবুল।

উপস্থিত ছিলেন আট মহল্লা সমাজ কমিটির নির্বাহী সদস্য রতন দাশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বীচ ইসলামি ইনিস্টিউটের প্রিন্সিপাল হারুনুর রশিদ প্রমূখ।

মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর সীরাত পাঠ প্রতিযোগিতা ২২’ এ প্রাথমিক, মাধ্যমিক এবং উন্মুক্ত তিন গ্রুপে প্রায় ২০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন তাদের মধ্যে প্রথমিক গ্রুপে ১৮ জন, মাধ্যমিক গ্রুপে ১৫ জন, উন্মুক্ত গ্রুপে ১৩ জনকে পুরস্কার দেয়া হয়।

প্রতি গ্রুপে ১ম পুরস্কার: ৫০০০ টাকা, ২য় পুরস্কার ৩০০০ টাকা, ৩য় পুরস্কার ২০০০ টাকা যার মধ্যে ছিল মহামূল্যবান বই, নগদ টাকা এবং স্কুল ব্যাগ।