মোঃ আরাফাত সানী, টেকনাফ :

টেকনাফে কমিউনিটি সংলাপ ও পারিবারিক সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা রবিবার (৩১ অক্টোবর) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক এর সভাপতিত্বে টেকনাফ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হোসেন চৌধুরী। টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
নাফ রেডিও স্টেশন ম্যানেজার সিদ্দিক হোসেন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংলাপে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, বি এন ডব্লিউ এ প্রতিনিধি এডভোকেট দেব দোলাল, টেকনাফ পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানী, নারী নেত্রী কুলসুমা বেগম ও দিলদার বেগম সহ নাফ রেডিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, টেকনাফে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পারিবারিক সহিংসতা বন্ধে করণীয় সম্পর্কে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। এ বিষয়ে বিভিন্ন তথ্য করণীয় বক্তারা উপস্থাপন করেছে।