বার্তা পরিবেশক
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী মেধাবী শিক্ষার্থী জয় গুহ (১৬) আর নেই। রবিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। জয় গুহ কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক অর্থ সম্পাদক স্বপন গুহের জৈষ্ঠ্য সন্তান। জয় গুহের অকাল মৃত্যুতে জেলা পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি এডভোকেট রনজিত দাশ এবং সাধারণ সম্পাদক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা। অনুরূপ শোক প্রকাশ করেছেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক (১) বাবলা পাল ও সাধারণ সম্পাদক (২) বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ এবং সাধারণ সম্পাদক জনি ধর। বিবৃতিতে নেতৃবৃন্দ জয় গুহের আত্মার সদগতি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।