মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অর্ধ লক্ষ পিচ ইয়াবা টেবলেট সহ ২ মাদককারবারীকে আটক করা হয়েছে। বুধবার ২ নভেম্বর রাত ৮ টা ১৫ মিনিটের দিকে র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের দক্ষিণ কোর্ট বাজারস্থ আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে থেকে তাদের আটক করে।
র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ধৃত ইয়াবাকারবারীদ্বয় হচ্ছে-উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলীর ওয়ালাপালং গ্রামের মোঃ নুর আলম ও আনোয়ারা বেগমের পুত্র মোঃ আব্দুস সালাম (২৭) এবং একই এলাকার ইসলাম মিয়া ও ভেলুয়া খাতুনের পুত্র মোঃ আব্দুল্লাহ (৪০)। এছাড়া ঘটনাস্থল থেকে একই এলাকার মোহাম্মদ ইউনুছ ও ফিরোজা বেগমের পুত্র সৈয়দ আলম (২৮) পালিয়ে গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে ধৃত ইয়াবাকারবারী মোঃ আব্দুস সালামের কাছ থেকে ৩০ হাজার এবং মোঃ আব্দুল্লাহ’র কাছ থেকে ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ আসামীদ্বয়কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।