মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল’র সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ৩ নভেম্বর জেলা জজ এর খাস কামরায় অনুষ্ঠিত সাক্ষাতে উভয় পক্ষ কক্সবাজার জেলার আইনঙ্গনের সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। বিচারপ্রার্থীদের জন্য বিচারিক বিভিন্ন সেবা আরো সাবলীল ও সহজ করতে উভয় পক্ষ মতৈক্য পোষন করেন।
সৌজন্য সাক্ষাতকালে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেন, ন্যায় বিচার সুনিশ্চিত করতে ও বিচারপ্রার্থীদের বিড়ম্বনা থেকে মুক্ত রাখতে বার ও বেঞ্চের সৌহার্দপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এজন্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার সাক্ষাতের বিষয়ে জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য বিচারকদের সাথে খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসু আলাপ হয়েছে। জেলার সার্বিক বিচারিক কার্যক্রমকে আরো গতিশীল ও সেবাবন্ধব করতে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন বলে তিনি জানান।
সাক্ষাতকালে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর সাথে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভা:) রাজীব কুমার বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এর নেতৃত্বে সাক্ষাত করতে যাওয়া অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট সাহাব উদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট শবনম মুস্তারী, অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান (আলী), অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট কপিল উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট আমানুল হক, অ্যাডভোকেট আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে বিজ্ঞ বিচারক ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ফটোসেশানে মিলিত হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।