মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস’২২। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন প্রমুখ অতিথি ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্ভোন করেন, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ও সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম। আলোচনা শেষে সরকারী কোষাগারে সর্বোচ্চ অডিট ফি জমা দেওয়ায় উপজেলার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিট্ডে, লামা কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, লামা মাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, সরই অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেড ও চকরিয়া-লামা-আলীকদম-থানছি সড়ক পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেড এর সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। দিবসে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশ গ্রহণ করেন।

আলোচনায় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে চলেছে। আশা করি সরকারের এ লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় খাতে বাজেট বৃদ্ধিসহ প্রশিক্ষণ, আর্থিক ও উপকরণ সহায়তা প্রদানের কারণে সমবায়ীদের জীবনমান ও সামাজিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।