*পাঞ্জাব পুলিশের আইজি’র পদত্যাগ

আবদুর রহমান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লং মার্চ আগামী মঙ্গলবার থেকে ফের শুরু হবে। ইমরান খান আজ লাহোরের হাসপাতাল থেকে এক সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়েছেন, ইসলামাবাদের পথে পাঞ্জাবের ওয়াজিরাবাদে গত বৃহস্পতিবার যেখানে লংমার্চে তার ওপর হামলা হয়েছিল, যে হামলায় তিনি ছাড়া আর এগারো জন আহত হয়েছেন এবং মোয়াজ্জম নামের একজন কর্মী শহীদ হয়েছেন, সেখান থেকেই আবার শুরু হবে লং মার্চ।

ইমরান বলেছেন, তিনি লাহোর থেকে লং মার্চের পুনঃযাত্রা অনুষ্ঠানে ভাষন দেবেন এবং পরবর্তীতে রাওয়ালপিন্ডিতে লং মার্চের কাফেলায় যোগ দিয়ে ইসলামাবাদ পর্যন্ত ঐতিহাসিক গণমিছিলে নেতৃত্ব দেবেন।

তবে ইমরান খানের ভাষন বিবৃতির প্রচার ঠেকাতে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরী অথরটি (পেমরা)-কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ইমরান খানের ওপর বন্দুক হামলার প্রতিবাদে আজকেও করাচী, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান পেশোয়ার সহ দেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েহে।

পাঞ্জাবের গভর্নর হাউজে বিক্ষোভকারীদের হামলা ঠেকাতে ব্যর্থ হবার কারণে লাহোর সিটি পুলিশের প্রধান গোলাম মাহমুদ ডোগার-কে পদচ্যুত করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া , পাঞ্জাব পুলিশের আইজি ফয়সাল শাহকার ব্যক্তিগত কারন দেখিয়ে আজ পদত্যাগ করেছে।

লংমার্চের পুনঃযাত্রা ঘোষনার পর সিন্ধু প্রদেশ থেকে পুলিশ এবং ফ্রন্টিয়ায় কনষ্টেবুলারীর অতিরিক্ত ফোর্স রাজধানি ইসলামাবাদে ডাকা হয়েছে ।

পাঞ্জাবের চীফ মিনিস্টার চৌধুরী পারভেজ এলাহী জানিয়েছেন, ইমরান খানকে হুমকী দেবার দায়ে ক্ষমতাসীন দল মুসলিমলীগ ( নেওয়াজ) –এর নেতা রাই কামারুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিদুদ্ধে মামলা রুজু হয়েছে।

ওদিকে, পাকিস্তানী ডেমোক্রাটিক মুভমেন্ট ( পিডিএম) প্রধান মাওলান ফজলুর রহমান আজ এক সংবাদ সম্মেলনে ইমরানের ওপর হামলার বিষয়টি “সাজানো ঘটনা” বলে অভিহিত করেছেন।

এদিকে, লংমার্চের মিছিলে হামলার ঘটনায় গঠিত জুডিশিয়াল কমিশনকে স্বাগত জানিয়েছেন ইমরান খান। তবে কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কাজ সম্পন্ন করতে পারবে কীনা তা নিয়ে আশংকা প্রকাশ করেছেন ইমরান। তিনি বরং কমিশন সদস্যদের পদত্যাগ করার আহবান জানিয়েছেন।

ইমরান অভিযোগ করেছেন , পিটিআই’র লংমার্চে বন্দুক হামলার ঘটনায় পাঞ্জাবের পুলিশ প্রশাসন তাদের এফআইআর নিতে বিলম্ব করছে।