বার্তা পরিবেশক:
সন্ত্রাসীদের গুলিতে নিহত জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার প্রয়াত সভাপতি জহিরুল ইসলাম সিকদার এর ১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর সোমবার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হক সোহেল, সদর উপজেলা আহবায়ক মোঃ আবদুল্লাহ, মহেশখালী উপজেলা আহবায়ক মোঃ আবদু শুক্কুর।
এসময় বক্তারা বলেন, পূর্বপরিকল্পিত ভাবে হীনস্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসী লেলিয়ে দিয়ে শ্রমিক নেতা জহিরুল ইসলামকে হত্যা করেছে ষড়যন্ত্রকারীরা। অবিলম্বে যতার্থ তদন্ত করে ঘটনার আড়াল থেকে কলকাঠি নাড়া কুশলীব ও ইন্ধনদাতা, অর্থের যোগান দাতাদের আইনের আওতায় আনতে হবে।
আগামী দিনে শহীদ জহিরুল ইসলাম সিকদারের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে শ্রমিকলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় নেতাদের উপস্থিতিতে দলের হাইকমান্ডের নির্দেশে একক স্বাক্ষর অনুমোদন দেওয়া কমিটি বাতিল করলেও এক শীর্ষ নেতার ইশারায় শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে যাচ্ছে একটি মহল। অদৃশ্য শক্তির ইশারায় তারা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ১বছর যাবত শ্রমিক লীগকে কোন কমর্সুচী পালন করতে দেয়নি। এমনকি জহিরুল ইসলাম সিকদারের দোয়া মাহফিলও করতে দেয়নি। এমন বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।
আগামী দিনে শহীদ জহিরুল ইসলাম সিকদারের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে শ্রমিকলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আবু তাহের রানা,মোজাম্মেল হক বকুল, এম.ওসমান গনি, নেজাম উদ্দিন শাওন
গিয়াস উদ্দিন, উখিয়া উপজেলা আহবায়ক সরোয়ার কামাল পাশা, সদস্য সচিব মোঃ ইউনুস, মহেশখালী সদস্য সচিব রিপন উদ্দিন রিপন, আবু মোসা কলিম উল্লাহ, মোঃ ইউসুফ নাছির উদ্দীন মাহমুদ, সুমন কান্তি দে সহ অসংখ্য নেতাকর্মী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।