নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সরকারি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা সামগ্রী, মাস্ক, বিশুদ্ধ খাওয়ার পানি বিতরণ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসিফুল করিম আসিফের নেতৃত্বে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দিয়েও সহযোগিতা করেন নেতৃবৃন্দ।

এ সময় যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা আরিয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আসিফুল করিম আসিফ বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশনায় পরীক্ষার্থী, অভিভাবকদের মাঝে শিক্ষা সামগ্রী, মাস্ক ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি। এইচএসসি ও সমমান পরিক্ষা শেষ পর্যন্ত আমাদের এই ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।