সংবাদদাতাঃ
কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলা বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।

ডিজিটাল উদ্ভাবনী মেলার বিশেষ আকর্ষণ ছিল অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) মুক্তির স্টল।

যা পরিদর্শন করেন সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

ডিজিটাল প্রিন্টিং বই, ডিজিটাল মগ, বুকলেট, ব্যানার, ফেস্টুন ইত্যাদি বেশ আকর্ষণীয়ভাবে সাজানো ছিল মেলায়। দর্শনার্থীদের বিস্তারিত উপস্থাপন করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্তরা।

বিশেষ করে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কর্মকাণ্ড উপস্থাপন করা হয়।

মুক্তির প্রকল্প সমন্বয়ক প্রফুল্ল কুমার সরকার তাদের স্টলের সার্বিক সমন্বয় করেন। সঙ্গে ছিলেন প্রকল্প কর্মকর্তা শফিউল করিম, প্রজেক্ট অফিসার মজবুর রাকিব মুন্না।

উল্লেখ্য, মুক্তির উদ্ভাবিত ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রদর্শনী আন্তর্জাতিকভাবে পুরস্কার পায়।