মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

১২দিন ধরে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে মোখলেছুর রহমান (৩৬) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। মোখলেছুর রহমান উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যাপাড়ার বাসিন্দা মৃত আবুল খায়েরের ছেলে। গত ৩০ অক্টোবর সকালে তিনি নিখোঁজ হন। তার শারিরিক উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং কালো, নিখোঁজের সময় তার গায়ে লাল রঙ্গের শার্ট এবং পরনে লুঙ্গি ছিল, মুখমন্ডল গোলাকার। মোখলেছুর রহমানকে উদ্ধারে শনিবার দুপুরে (১২ নভেম্বর) থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানান নিখোঁজের ছোট ভাই নুরুল আলম। তিনি জানান, গত ৩০ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে মোখলেছুর রহমান কম্পনিয়াস্থ শশুর বাড়ী থেকে ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর রাতে বাড়ী না ফিরলে আতœীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে বহু খোঁজাখুঁজির পরও শনিবার দুপুর পর্যন্ত কোন সন্ধান না পেয়ে নিখোঁজ ডায়েরী করি। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেলে ০১৮৬৭১১৯৫৭১ অথবা ০১৮৩১০৮২৭৭৮ নম্বর মুঠোফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোখলেছুর রহমান নামের ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন করেছেন। নিখোঁজ মোখলেছুর রহমানকে উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।