মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে।
দুই ছাত্রী গতকাল সকালে বাড়ী হতে মাদ্রাসায় আসার পথে ইসলামাবাদ শাহ ফকির বাজার এলাকা নামক স্থানে পৌছালে কৌশলে তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার ১৪ নভেম্বর সকালে উপজেলার ইসলামাবাদ-ইসলামপুর শাহ ফকির বাজার নামক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার এক শিক্ষক।
উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বর্তমান এমইপি সদস্য আব্দু শুক্কুরের ছেলে মোর্শেদ ও ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার জহির আহমেদ ছেলে রমিজসহ অজ্ঞাত ৪/৫ জন তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
এঘটনা ব্যাপারে এমইপি সদস্য আব্দু শুক্কুরের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন কেটে দিয়ে বন্ধ করে দেন।
ঐ মাদ্রাসার পুরাতন ছাত্র পরিচয় দিয়ে নিজের পরিচয় গোপন রেখে কৌশলে প্রতিবেদক থেকে কেনো নিউজ করা হয়েছে জানতে চেয়ে মোর্শেদের বড় ভাই দিদারুল ইসলাম প্রতিবেদকের মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেন,এঘটনার বিষয় নিয়ে নিউজ হলে মাদ্রাসার দুর্নাম হবে।
এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ছাত্রীদের খুঁজে পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ছাত্রীদের পরিবার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।