এম.এ আজিজ রাসেল :
অবশেষে দায়িত্বভার গ্রহণ করলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের সুযোগ্য পুত্র শাহীনুল হক মার্শাল। বুধবার (১৬ নভেম্বর) সকালে তিনি শপথ নিয়ে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ দুর্নীতিগ্রস্থ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু সকলের ভালবাসায় জেলা পরিষদ এখন অভিশাপমুক্ত হয়েছে। এবার সবকিছু ঢেলে সাজানো হবে। সবাইকে সাথে নিয়ে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও মডেল পরিষদে রূপান্তর করা হবে।’

এর আগে সকাল ১০টার আগে তিনি জেলা পরিষদ প্রাঙ্গণে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁকে লাল গালিচা বিছিয়ে বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তাঁর সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নানান শ্রেণী পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্যঃ গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত বহুল আলোচিত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে শাহীনুল হক মার্শাল চেয়ারম্যান নির্বাচিত হন। গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।