নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ১৯ ও ২০ নভেম্বর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
২দিন ব্যাপী এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন ভারতের জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম আল্লামা সৈয়দ আশহাদ রশীদী।
ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার এই আয়োজনে চট্টগ্রাম হাটহাজারী জামিয়া আহলিয়া মঈনুল ইসলামের মুহতামিম আল্লামা মু: ইয়াহইয়া, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, ঢাকার বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, পটিয়া জামেয়া ইসলামিয়ার মুহাতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজা, সিরাজ গঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা আব্দুল বাসেত খাঁন ও ঢাকার আল্লামা খোরশেদ আলম কাসেমী।
এছাড়া কক্সবাজারের ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা আলোচক, ইসলামিক স্কলারবৃন্দ উপস্থিত থাকবেন।
মাহফিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।