সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়েছে শেষ হবে আজ।

২দিন ব্যাপী ৩৬ তম এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রথম দিবসে মূল আলোচক হিসেবে ভারতের জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম আল্লামা সৈয়দ আশহাদ রশীদী বলেন, আখিরাতে পরিপূর্ণ সফলতা লাভ করতে হলে সর্ব ক্ষেত্রে জবাবদিহি মূলক আমলের বিকল্প নেই।

ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার প্রথম দিবসে বিশেষ আকর্ষণ আল্লামা সৈয়দ আশহাদ রশীদী’র উর্দু বক্তব্যের বঙ্গানুবাদ করেন ঢাকা বসুন্ধরা ইসলামিক রিচার্স সেন্টারের মুহাদ্দীস মাও: এনামুল হক। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিরাজ গঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা আব্দুল বাসেত খাঁন, ঢাকার আল্লামা খোরশেদ আলম কাসেমী ও পটিয়া জামেয়া ইসলামিয়ার মুহাতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজা, আল জামিয়া ইসলামিয়া টেকনাফের মুহতামিম মাও: কেফায়ত উল্লাহ শফীক, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাও: সৈয়দ আলম আরমানী।

যথক্রমে সভাপতিত্ব করেন, সমাপনী অধীবেশনে আল জামেয়াতুল ইসলামিয়া দারুস সুন্নহ হ্নীলার মুহতামিম মাও: আবছার উদ্দীন কাছেমী, মাও: সিরাজুল হক ঈদগাহ, মাও: জহিরুল হক কক্সবাজার, মাও: এমদাদুল্লহ খুরুশকুল।

কক্সবাজারের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে এছাড়া আরো দেশ-বিদেশের খ্যাতনামা আলোচক, ইসলামিক স্কলারবৃন্দ বক্তব্য রাখেন।