লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে তৃষা মনি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরের দিকে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নস্থ তারাবুনিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তৃষা মনি তারাবুনিয়া গ্রামের বাসিন্দা জাহেদ ইসলাম ও নার্গিস আক্তারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, একটি ড্রাম্পার ট্রাক (ডাম্পার গাড়ির নং- চট্টমেট্রো য়-৬১৭৭) সোমবার দুপুর ১টার দিকে লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের তারাবুনিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ডাম্পার ট্রাকটি তৃষা মনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তৃষা মনি। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক আবদুল হামিদ দ্রুত পালিয়ে যায়। আবদুল হামিদ আলীকদম উপজেলা সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।