আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯০ কার্টুন বিদেশী সিগারেটসহ মোহাম্মদ কফিল উদ্দিন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উলুবুনিয়া এলাকা থেকে ওই ইউনিয়নের মনিরঘোনা এলাকার আঃ জলিলের ছেল মোহাম্মদ কফিল উদ্দিন (২৩) কে ৯০ কার্টুন (oris king) সিগারেটসহ আটক করা হয়। আটককৃত সিগারেটের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে উপযুক্ত প্রহরার মাধ্যমে প্রেরন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।