মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মঙ্গলবার ২ নভেম্বর রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।
উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের
উপ নির্বাচনে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন-তাঁরা হলেন-(১)মোহাম্মদ সোহেল, পিতা-সৈয়দুর রহমান, (২) শামীম আহমেদ, পিতা-তোফায়েল আহমেদ, (৩) সানজিদা আহমেদ, পিতা-নজরুল ইসলাম সিকদার, (৪) এম.এ মঞ্জুর, পিতা-আসমত আলী, (৫) মোঃ শহীদুল ইসলাম শহীদ, পিতা-মৃত জয়নাল আবেদীন, (৬) আনসারুল করিম, পিতা-মোহাম্মদ আলী, (৭) শাহেদ আলী, পিতা-ছাবের আহমদ নজীর, (৮) মোঃ মোরশেদুল হক, পিতা-আবু তাহের মাসুদ এবং (৯) মোঃ ফরিদুল আলম, পিতা-আবদুল গনি।
প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে কাজী মোরশেদ আহমদ বাবু’র মৃত্যুতে কাউন্সিলর পদটি শূন্য হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।