মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৩ নভেম্বর) রাতে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের সিলেটি পাড়ায় এ অভিযান পরিচালনা করেন আলীকদম জোনের সদস্যরা।
জানা গেছে, হাসান (২৭) নামে এক কারবারি ইয়াবা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হাসান একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধার করা ইয়াবা রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে হাসানকে আটকে অভিযান চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।