হ্যাপী করিম ,মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীতে আবারো পিঠে রহস্যজনক ইলেকট্রনিক্স ডিভাইসযুক্ত একটি পাখি উদ্ধার করা হয়েছে।

৩ ই ডিসেম্বর শনিবার সাড়ে ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নে তাজিয়াকাটা দক্ষিণে পাখিটি ধরা পড়ে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বড় মহেশখালীর মুন্সির ডেইল এলাকার আনচুর আলী’র পুত্র মোহাম্মদ শফি সকালে তাজিয়াকাটা দক্ষিণে কাতারেই দিয়া ঘোনার বেড়িবাঁধের পাশে
বরশী দিয়ে মাছ শিকারে গিয়ে দেখতে পায় একটি পাখির পিঠে অত্যাধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস সংযুক্ত পাখি দেখে ডিভাইসযুক্ত সংযুক্ত দুর্বল অবস্থায় উড়িয়ে যেতে অক্ষম পাখিটি দেখতে পান। পাখিটির গায়ে যন্ত্র ও পায়ে দুইটি হলুদ রং রবার প্লাস্টিকে একটি রয়েছে H+7 দেখে লোকটি প্রথমে ভয় পেয়ে যান তিনি
বিভিন্ন ধরনের মন্তব্য করে পাখি নিয়ে এসে এলাকায় চলে নানার কল্পনা জল্পনায়, তার মাধ্যমে খবর পেয়ে মহেশখালী মহেশখালী সহকারী রেঞ্জ কর্মকর্তা জামিরুল ইসলাম ভূট্টো পাখি নিয়ে আসে পরে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এটি নিয়ে অন্য কোনো কৌতূহল বা রহস্যের অবকাশ নেই।

উল্লেখ্য- গত ২৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ধলঘাটা ইউনিয়নে ইলেকট্রনিক্স ডিভাইসযুক্ত পাখি
উদ্ধার হওয়া বন বিভাগের গবেষণার কাজে ব্যবহৃত পাখি বলে দাবি করে উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এটিও তাই হবে, উদ্ধার হওয়া পাখিটি সম্পর্কে আমি এরই মধ্যে অবগত হয়েছি। এটি ঢাকা থেকে গবেষণার কাজে ছেড়েছেন। শীতে পাখিটি দুর্বল অবস্থায় উড়তে পারছে না বলে ধারণা করেন।