জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আহমদ হোসাইন (নাগু সওদাগর) আর নেই,ইন্নালিল্লাহি…….রাজিউন।মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫মিনিটের সময় চট্রগ্রাম পার্ক ভিউ হাসপাতালে মৃত্যূ বরণ করেন।

আহমদ হোসাইন( নাগু সওদাগর) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালুরচর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এছাড়াও তিনি ডুলাহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনছুর আলমের বড়ভাই এবং ডুলাহাজারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমরানের পিতা বলে জানা গেছে।

মৃত্যূের বিষয়টি নিশ্চিত করেন সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।তিনি জানান,আমার বড়ভাই নাগু সওদাগর দীর্ঘ দিন ধরে ক্যান্সারজনিত রোগে ভোগছিলেন।রোগটি নির্ণয়ের পর থেকে উন্নত চিকিৎসা চলছে।হঠাৎ বেশী অসুস্হতা বোধ করলে,বড়ভাইকে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা চলমান রাখি।এমতাবস্থায় রবিবার সকালে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরবিদায় নেন।একই দিন মাগরিবের নামাজের পরে বাজারস্হ হাইস্কুল ষ্টেডিয়ামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।জানাজার শেষে সামাজিক কবরস্হানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।