সিবিএন ডেস্ক
হতদরিদ্র, অসহায় রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য চকরিয়ায় ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য, সাবেক ছাত্র লীগ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট চাচা শেখ কামরুল ইসলাম (বিটু)।
বুধবার (৩ নভেম্বর) বিকালে কক্সবাজার শহরের হোটেল সী ওয়ার্ল্ডের কনফারেন্স হলে স্থানীয় আওয়ামী লীগ ও তৃণমূল তাঁতী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ কামরুল ইসলাম (বিটু) বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর যারা বঙ্গবন্ধুর কথা বলতেন তাদের হত্যা করার মাধ্যমে দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছেন। পিছিয়ে দিয়েছে দেশের অগ্রযাত্রা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বারবার হোঁচট খাচ্ছে রক্তে কেনা এই দেশ।
চকরিয়া কলেজের সাবেক ভিপি, সুরাজপুর-মানিকপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রুস্তম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের স্মরণ করে প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের ৩ নভেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী তাদের এদেশীয় সহযোগীদের সহায়তায় আমাদের বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। সে বছর মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনা–মুহূর্তেও তারা অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের এটি একটি বিশেষ তাৎপর্যময় দিক: পাকিস্তানি শাসকেরা বাঙালি বুদ্ধিজীবীদের বেছে বেছে পরিকল্পিতভাবে হত্যা করেছিল আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করার দুরভিসন্ধি থেকে। দেশকে মেধাশূন্য করার চক্রান্তের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ছগীর মোহাম্মদ শাহ ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মোশারফুর রহমান চৌধুরী (ফরহাদ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শেখ কামরুল ইসলাম বিটুর রাজনৈতিক মুখপাত্র প্রকৌশলী রিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর উত্তর তাতীঁ লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ছাত্র লীগ নেতা জাহিদ আরমান, মুক্তিযোদ্ধা ফরিদুল আলম, চকরিয়া-পেকুয়া আসনের জাপার সম্ভাব্য এমপি প্রার্থী শামসুল আলম, কাজি আবু ওমর মোহাম্মদ ফারুক, জসিম উদ্দিন। এছাড়া সভায় তৃণমূল তাতীঁ লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে শেখ কামরুল ইসলাম (বিটু)কে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা জানান জননেতা বিটু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।