এম.এ আজিজ রাসেল
অপেক্ষার পালা শেষ। কক্সবাজারে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমণে উৎফুল্ল কক্সবাজারবাসী। পর্যটন নগরীর সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে। গণতন্ত্রের মানসকন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। সবার পথ মিশেছে আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভায়।
মহেশখালীর মাতারবাড়ি থেকে আসা স্বেচ্ছাসেবক লীগ নেতা রহমত আলী জানান, প্রধানমন্ত্রীর বদন্যতায় মাতারবাড়িতে উন্নয়ন যজ্ঞ চলছে। শুধু মাতারবাড়ি নয়, আওয়ামী লীগ সরকার পুরো কক্সবাজারের চেহারা পাল্টে দিয়েছে। তাই কৃতজ্ঞতা সরূপ প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে জনসভায় ছুটে আসা।
রামু থেকে আসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর কাশেম হেলালী ও মেরোংলোয়ার গোলাম কবির বলেন, ৭৯ যখন বঙ্গবন্ধু কারাগারে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছিলেন। এখানে তিনি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির পিতা আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর কাছে এসেছিলেন। তখন আমরা তাকে সেদিন আপ্যায়ন ও বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। সেই থেকে প্রধানমন্ত্রীর সাথে আমার পরিচয়। তাই তাঁর কক্সবাজার আগমণে সবাই ঈদের ন্যায় খুশী। আজ তাঁকে প্রাণভরে দেখবো এবং ভাষণ শুনবো।
চকরিয়া হারবাং থেকে আসা নুর হোসেন বলেন, আজ আমাদের আনন্দের দিন। কারণ প্রধানমন্ত্রী কক্সবাজারে এসেছেন। তিনি আমাদের দু’হাত ভরে দিয়েছেন। তাই তাঁকে দেখতে চলে আসা।
প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে মঙ্গলবার থেকে শহরমুখী হয়েছে মানুষ। বুধবার সকাল ৯টা থেকে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন মানুষ। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, বাদ্য বাজনা, রং-বেরঙের টি-শার্ট ও টুপি নিয়ে জনসভায় যোগ দেয়। এসময় উৎসবের আবহ বিরাজ করে সর্বত্র। সকাল থেকে জনসভা মঞ্চে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সবার অপেক্ষা প্রধানমন্ত্রী জন্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।