হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। আজ বুধবার ৩ ই নভেম্বর দুপুরে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শহীদুল হাসান সিনিয়র সচিবের পক্ষে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হেফাজত উল্লাহ হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের জাহাঙ্গীর, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক ও রিফাত প্রমূখ।

এদিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহারে গ্রহণে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষথেকে কক্সবাজারের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে সুরক্ষা সামগ্রীগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।