মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের ত্রৈ-মাসিক সভা বৃহস্পতিবার সকালে পৌরসভা এলাকার মধুঝিরিস্থ সিপিপি পিএইপি-২ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি শাহানারা বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এগ্রো ইকোলজি প্রকল্পের বান্দরবান জেলা কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ প্রধান অতিথি ছিলেন। কারিতাস বাংলাদেশ’র এগ্রো ইকোলজি প্রকল্পের আওতায় সিপিপি পিএইপি-২ জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগ্রো ইকোলজিক্যাল প্রাকটিসেস ইন দ্যা সিএইচটির আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফোরামের উপদেষ্টা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সদস্য ও নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক, এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, সদস্য ও সাংবাদিক মো. নুরুল করিম আরমানসহ প্রকল্পের সিনিয়র মাঠ সহায়কগন প্রমুখ। ফোরামের সাধারণ সম্পাদক হ্যাপি মার্মা বিগত সভার রেজুলেশন ও সিদ্ধান্ত সমূহ পাঠ করে শুনান এবং ইউনিয়ন কমিটির সদস্যরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। শেষে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যমে এলাকায় কৃষি পরও্উন্নয়নের লক্ষ্যে ফোরামের নামে মোবাইল ফোনে একটি হোয়াটঅ্যাপ খোলা, ১৮ ডিসেম্বর নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষনে সচেতনতায় বৃক্ষ রোপন,পলিথিন ব্যাবহার কমানো জন্য আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ইউনিয়ন পর্যায়েও কমিটিগুলোর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় বলে জানান, উপজেলা কমিটির সভাপতি শাহানারা বেগম। এ সভায় স্থানীয় জনগনের সরকারি সেবা বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য, স্বাস্থ্য সম্মত টয়লেট, নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফোরামের সভায় বান্দরবান জেলা কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ বলেন, কারিতাস ১৯৯১ সনে উদ্যান উন্নয়ন প্রকল্প, ২০১০ সন থেকে ২০১৭ সন পর্যন্ত খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করছে। ২০১৮ সালের জানুয়ারী থেকে ফ্রান্স সরকারের অনুদানে প্রমোশন অব এগ্রো ইকোলজি প্রকল্প-সিএইচটি শুরু হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপকারভোগীদের নিয়ে উন্নয়নমূলক কাজ করে চলেছে বিশেষ করে সবাইকে বিশেষত জৈবিক উপায়ে চাষাবাদ করার জন্য স্থানীয় জনগনকে সহায়তা প্রদন করছে এগ্রো ইকোলজি প্রকল্প-২। মহিলা ভাইস চেয়ারম্যান সকলকে নিজ নিজ পাড়ার উন্নয়নয়ের জন্য সকলকে সেবা মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান এবং সকল প্রকার সরকারি সেবা গ্রহন নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।