মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মন্ত্রীপরিষদ সচিব পদে নতুন নিয়োগ পাওয়া কবির বিন আনোয়ার (৪৮৮৬) কে অভিনন্দন জানিয়েছেন সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
কক্সবাজারের কৃতি সন্তান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব থেকে অবসরে যাওয়া হেলালুদ্দীন আহমদ রোববার ১১ ডিসেম্বর তাঁর ফেসবুক আইডি-তে একটি ছবি সহ স্ট্যাটাস দিয়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীপরিষদ সচিবকে এ অভিনন্দন জানান। স্ট্যাটাসটি লাইক, শেয়ার কমেন্টে ভরে গেছে।
নিন্মে সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর ফেসবুক আইডি’তে দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“আমার বন্ধুবর, ব্যাচমেট, চৌকস ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত কর্মকর্তা কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ প্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন।”
প্রসঙ্গত, রোববার ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধবতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ৬৭০ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার-কে মন্ত্রীপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়। কবির বিন আনোয়ার হবেন দেশের ২৩ তম মন্ত্রীপরিষদ সচিব। তিনি বিদায়ী মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর স্থলাভিষিক্ত হবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।