মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি টুরিস্ট পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ৮ নভেম্বর একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বেলা ২ টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন ২ টা ৪৫ মিনিটে টুরিস্ট পুলিশের রেইডিং ডে উপলক্ষে র‍্যালী ও প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। অনুষ্ঠানের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে ৩ ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।