প্রেস বিজ্ঞপ্তি:
গত ১৪ তারিখ বুধবার স্বপ্নজাল স্কুল কক্সবাজারের নাজিরারটেকে শুটকি পল্লীর ঝুকিপূর্ণ শিশুদের জন্য নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি দীর্ঘ মেয়াদি কাজ করছে স্বপ্নজাল। স্বপ্নজাল ২০১৮ সাল থেকে শুটকি কাজে নিয়োজিত শিশু,নারী ও পুরুষদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নজাল উন্নয়নমূলক সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ শাকির আলম। আরো উপস্থিত ছিলেন স্বপ্নজাল স্কুলের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার নুরী, সহাকরি শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও ফারিয়া আহমেদ প্রিয়া।
নির্বাহী পরিচালক বক্তব্যে বলেন দীর্ঘ পাঁচ স্বপ্নজাল শুটকি কাজে নিয়োজিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও শিশুশ্রম রোধে, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উঠান বৈঠকের মাধ্যমে মাদক, বাল্য বিবাহ ও সহিংসতা প্রতিরোধে স্বপ্নজাল সচেতনতা বৃদ্ধি করছে।
স্বপ্নজাল স্কুলে দুই শতাধিক জেলে পরিবারের শিশু শিক্ষার আওতায় নিয়ে এসেছে।