প্রেস বিজ্ঞপ্তি:
যথাযোগ্য মর্যাদায় “মহান বিজয় দিবস-২০২২” কক্সবাজার সিটি কলেজে উদযাপিত হয়েছে। এই মহান দিবস উপলক্ষে শুক্রবার সকালে অধ্যক্ষ ক্য থিং অং এর নেতৃত্বে শহিদ মিনার চত্বরে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান বিজয় দিবস উদযাপনের ধারাবাহিকতায় কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্য থিং অং।সকালে জাতীয় পতকা উত্তোলন ও সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২২ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা। আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে তুলে ধরেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষকবৃন্দ। বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ক্য থিং অং বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে, আর সে অনুযায়ী দেশের জন্য কাজ করতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব ফরিদুল আলম।তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ হতে হবে।ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা আমাদেরই রক্ষা করতে হবে।

উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক তাঁর মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল পক্ষের ভূমিকা তুলে ধরেন।

smart

আলোচনায় সভায় আরো বক্তব্য প্রদান করেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানুর আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জেবুন্নেছা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র বেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে থিয়েটার স্টাডিজ বিভাগ একটি নাটিকা উপস্থাপন করেন এবং কলেজ অডিটেরিয়ামে বিজয় দিবস উপলক্ষে বই পাঠ, কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মেঘলা দেব।