মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস লামার আয়োজনে লামা উপজেলার সরই ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তথ্য অফিসের নিয়মিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় শতাধিক নারীদের অংশ গ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আক্তার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম ও কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর আলম সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয় নিয়ে আলোচনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।