হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী উপজেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় ব্র্যাকের আয়োজনে টিবি, ম্যালেরিয়া রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ই ডিসেম্ভর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলাস্থ স্বাস্থ্য ব্র্যাক শাখার হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির ব্র্যাক এর মহেশখালীর কর্মসূচি সংগঠক রিফাতুল ইসলাম এর সঞ্চালনায়, যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির ব্র্যাক এর উপজেলা ম্যানেজার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগনিয়ন্ত্রণ (এমওডিসি) ডা. ফাহিম শাহরিয়ার শওন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ রাখাল চন্দ্র দে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, আব্দুল কাদের।
সভায় টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে কাশি- শুকনো কিংবা কফযুক্ত, কাশির সঙ্গে রক্ত যাওয়া, বুকে ব্যথা, ওজন হ্রাস, অবসাদ, অরুচি, সন্ধ্যায় বা রাতে হালকা কাঁপুনি দিয়ে জ্বর (৯৯-১০১ ডিগ্রি ফারেনহাইট) কিংবা রাতে ঘাম হলে অবশ্যই যক্ষা সন্দেহ করে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। সাধারণত হালকা জ্বর ও অসুস্থতা দিয়ে যক্ষার উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপর শ্বাসকষ্ট ও ব্যথাযুক্ত কাশি শুরু হয়। যক্ষা রোগীর আশপাশে থাকা মানুষের মধ্যে ছড়ায় বলে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ রাখা, পৃথক রাখা ও রোগীকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চিকিৎসার প্রয়েয়াজন পড়ে। বিশ্বের প্রতিটি অঞ্চলেই এ রোগ বিস্তার লাভ করেছে বলে সবচেয়ে সংক্রামক এটি পরিচিতি পেয়েছে। এ সময় স্থাানীয় পল্লী চিকিৎসক, ব্র্যাক কর্মকর্তা উপস্থিত ছিলেন।