শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাও উপজেলার মুজিব আদর্শের সৈনিক সাবেক ছাত্রলীগ নেতা সালা উদ্দিন জঙ্গির আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
তিনি ২০২১ সালের ২৪ ডিসেম্বর এই দিনে মৃত্যু বরন করেন।
প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা সালা উদ্দিন জঙ্গি উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া এলাকার মৌলবী আব্দুল গফুরের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় শীর্ষ গুরু রেখে যান। তিনি ঈদগাঁও রশিদ আহমদ কলেজ ছাত্র লীগের সভাপতি , ঈদগাঁও যুব লীগ ও আওয়ামীলীগে দীর্ঘদিন নেতৃত্ব দেন।
প্রয়াত এ ছাত্রলীগ নেতার ছেলে মাঈনউদ্দিন হাসান জানান, সে তার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করেন এবং সকলের দোয়া কামনা করেন।