সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলার চাকমারকুলের
ক্বাজী মোঃ সাইফুদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে টেকনাফে একটি প্রোগ্রাম শেষ করে এশার নামায আদায়ের জন্য মসজিদে অবস্থানকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় রামু চাকমারকুল মাদরাসা মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।
ক্বাজী মোঃ সাইফুদ্দীনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ মনজুর আলম, সাধারণ সম্পাদক কাজী মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা নুরুল আজিম।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
চাকমারকুলের ক্বাজী মোঃ সাইফুদ্দীনের ইন্তেকাল, শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।