মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়া:
কক্সবাজার প্রেসক্লাবের সদস্য, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি,দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা, প্রবীণ সাংবাদিক মরহুম জাকের উল্লাহ চকোরীর জিয়াফত অনুষ্ঠান ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩টা পর্ডন্ত সময়ে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর সড়ক সংলগ্ন মরহুমের বাসভবনে সম্পন্ন হয়েছে। জিয়াফত অনুষ্ঠান উপলক্ষে পবিত্র খতমে কোরআন ও খাবারের আয়োজন করা হয়। এতে চকরিয়ার স্থানীয় কর্মরত সাংবাদিকগন, আত্বীয় স্বজন, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও এতিম নিবাসীদের আপ্যায়ন করানো হয়।
সাংবাদিক মরহুম জাকের উল্লাহ চকোরী গত বুধবার বেলা ২ টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম শহরের আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। ওইদিন রাত ৯.৩০মিনিটের সময় স্থানীয় হালকাকারা মৌলভীর চর বায়তুর রহমান জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়।