রামু প্রতিনিধি:
মস্তিষ্ককে পরিচালনা করতে দরকার বিদ্যা শিক্ষা। কলমের ব্যবহার করতে পারলেই বিদ্যা শিক্ষা অর্জন করা সম্ভব। কলম দিয়ে জীবিকা অর্জন ছাড়া বিকল্প কিছু নেই। কলম ধরতে না জানলে, প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। রবিবার (২৫ ডিসেম্বর) আবদুল আলী সিকদার বংশের ২০তম ইছালে ছওয়াব মাহফিলে রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনসুর এ কথা বলেন।

তিনি বলেন, বংশের পরিচয় জেনে, পরষ্পর ভালোবাসার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, শরিয়তের বড় হুকুম। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর স্বচ্ছলতা-হায়াত আল্লাহ বাড়িয়ে দেন।

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ২০তম বার্ষিক ‘ইছালে ছওয়াব মাহফিলে’ আত্মীয়তা ও সামাজিক বন্ধন সম্পর্কে ধর্মীয় আলোচনা করেন, বংশের প্রজন্ম পুরুষ পশ্চিম ধেচুয়া পালং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু তাহের, রামু ইসলামীয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ওবাইদুল গফুর।

‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অলোচকের বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রধান উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনসুর।

আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুর মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের গৃহাঙ্গনে অনুষ্ঠিত ২০তম ইছালে ছওয়াব মাহফিল সঞ্চালনা করেন, সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ।

অ্যাডভোকেট আলহাজ্ব আবুল মনসুর বলেন, আমাদের আত্মীয়তার বন্ধন ও সামাজিক বন্ধনকে ধরে রাখতে হবে। আত্মীয়তার বিশ্বাসকে বাড়াতে হবে। আত্মীয়তার বন্ধনকে ধরে রাখতে হলে, পরিশ্রম করতে হবে। শিক্ষাকে ব্রত হিসেবে নিতে পারলেই, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে। তিনি বলেন, সব কিছুই ক্ষয় হয়, কিন্তু বিদ্যার ক্ষয় হয়না। শিক্ষিতের কলম বেশি চলে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুন্দর প্রাপ্তীর জন্য বিশ্বাস অর্জন হবে। সুন্দর বিশ্বাসে আত্মীয়তার সম্পর্কের উন্নয়ন ঘটে। শিক্ষিত প্রজন্মই পারে সমাজের নেতৃত্ব দিতে।

অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, আব্দুল আলী সিকদার বংশ সংহতি সংঘ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী ব্যতিক্রমধর্মী রক্তের বন্ধনযুক্ত সংগঠন। যে বংশের রয়েছে সুদীর্ঘ কালের লিখিত ইতিহাস। যা পরম্পরায় এখনো চলমান।

আবদুল আলী সিকদার বংশ ও নিজ পরিচিতি উপস্থাপন করে বক্তৃতা করেন, বংশের প্রবীণ ব্যক্তিত্ব ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুর মোহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি ও কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দার, যুগ্ম-সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, আফছার মিয়া, ফতেহ আলী সিকদার প্রজন্ম কমিটির উপদেষ্টা বদিউল আলম সিকদার, হামিদুর রহমান সিকদার, সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সদস্য জয়নাল আবেদিন বাবু, চট্টগ্রাম ডবলমুরিং মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক এইচ এম ওয়াহিদুল্লাহ রিফাত, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইছহাক শাহরিয়ার নিক্সন, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক ফরিদুল আলম, সদস্য সচিব মোহাম্মদ ইয়াহিয়া, সদস্য চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল সিকদার, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির অ্যাডভোকেট তানভীর শাহ, মুনতাসির নূর রাহিদ মিশু, শমশের আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য ও হলদিয়া পালং পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইছলাম সিকদার, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী আল পারভেজ, মাগন আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য সচিব আবদুল খালেক, সদস্য রাসেল সরওয়ার, জব্বার আলী সিকদার প্রজন্ম কমিটির মোহাম্মদ আবদুল্লাহ ফারুক প্রমুখ।

দিনব্যাপী ওই ‘ইছালে ছওয়াব মাহফিলে’ ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রয়াত ব্যক্তিদের স্মরণে খতমে কোরআন, তছবি তাহলীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার পরে মেজবানে অংশ নেন প্রজন্ম সদস্যরা।

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চরস্থ হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ২০তম বার্ষিক ‘ইছালে ছওয়াব মাহফিল’ সম্পন্ন করা হয়।