লিটন দাশ সভাপতি ও নুরুল আবছার সাধারণ সম্পাদক নির্বাচিত
সংবাদ বিজ্ঞপ্তি :
জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট চকরিয়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪:৩০ টায় চকরিয়া উপজেলার চিরিঙ্গা সোসাইটিস্থ কার্যালয়ে রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কক্সবাজার জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবজোট কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার।
কর্মীসভায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে লিটন দাশ কে সভাপতি ও নুরুল আবছার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট চকরিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন- সহ-সভাপতি নেপাল দাশ, রফিকুল ইসলাম, মুবিনুল ইসলাম (দুদু), যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল দাশ (পঁহরচাদা), সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, অর্থ সম্পাদক- নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইশান দেবরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন উদ্দিন মাষ্টার, কার্যনির্বাহী সদস্য আবদুল কাদের মেম্বার, যুবরাজ দাশ, ছুরুত আলম, জয়রাম সিকদার, মোঃ সোলেমান, মোঃ কাজল, সুমন দাশ, মোঃ ইসহাক, হারুন উর রশিদ মনু, শেপাল দাশ, নুর মোহাম্মদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।